প্রকাশ : ০৮ আগস্ট ২০২১, ১৭:০৫
বিনামূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে চাঁদপুর ভলেন্টিয়ার্স ও জাগ্রত তারুণ্য
মহামারি করোনার দ্বিতীয় ঢেউয়ে হাসপাতাল যখন বেড ও অক্সিজেন সংকটে, তখন চাঁদপুরে বিনামূল্যে হাসপাতালে এবং বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন একঝাঁক তরুনের সমন্বয়ে গড়া চাঁদপুর ভলেন্টিয়ার্স ও জাগ্রত তারুণ্য ফাউন্ডেশন। তারা এ স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন। গত ১ আগস্ট থেকে শুরু করা এ সংগঠন অন্তত ২২ জন মুমূর্ষু রোগীকে অক্সিজেন দিয়েছে। চরম অক্সিজেন সংকটের সময় এই তরুনদের উদ্যোগ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এলাকায় বেশ প্রশংসা কুড়িয়েছে।
|আরো খবর
চাঁদপুর ভলেন্টিয়ার্স সভাপতি প্রীতম দলই ঢালী ও সহ-সভাপতি মাজহারুল ইসলাম হৃদয় এবং তার অন্য জাগ্রত তারুণ্য ফাউন্ডেশনের সভাপতি তাহমিদ ইসলাম ফাহিম সহ তাদের ফাউন্ডেশনের বন্ধুরা নিজেদের মধ্যে টাকা ডোনেশন নিয়ে এবং চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল সহ আরও কয়েকজনের হেল্প নিয়ে তিনটা অক্সিজেন ভর্তি সিলিন্ডার ক্রয় করে। এরপর থেকে এগুলো শ্বাসকষ্ট ও করোনা উপসর্গ নিয়ে এবং পজেটিভ রোগীদের অক্সিজেন সরবরাহ করে আসছে। অক্সিজেন শেষ হয়ে গেলে তারা আবার ৪০০ খরচ করে সিলিন্ডার রিফিল করে পুনরায় রোগীদের সেবায় সরবরাহ করছে। তরুণদের এই কাজে সহযোগিতা করছেন চাঁদপুর জেলা এম্বুলেন্স মালিক সমিতির সভাপতি ও হৃদয়- রাহুল এম্বুলেন্স সার্ভিসের মালিক মোঃ মাসুদ হোসেন সাগর।