বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ১৭:৩৮

বলাখালে মদিনা মসজিদের উদ্ভোধন 

কামরুজ্জামান টুটুল
বলাখালে মদিনা মসজিদের উদ্ভোধন 

হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বলাখালে মদিনা জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব আবুল খায়ের মজুমদারের সভাপ্রধানের দায়িত্ব পালন করেন।

মসজিদ পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ তাছলিম আলম শিশিরের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উদ্ভোধন করেন হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। এ সময় পৌর মেয়র বলেন, আমি মসজিদটির উন্নয়ন কাজে সব সময় পাশে থাকবো এবং আমার স্বার্ধনুযানী সহযোগিতা করে যাবো ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মদিনা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর আলহাজ্ব ডা. মহসিনুল হোসেন মজুমদার। এ সময় তিনি স্থানীয় এমপি মেজর অব রফিকুল ইসলাম বীর উত্তম এমপি ও হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপনের প্রশংসা করে বলেন তারা দু’জনই অত্যান্ত মানবিক মানুষ। সামাজিক কাজের সাথে সব সময় থাকার চেষ্টা করেন। এ সময় স্থানীয় কয়েক"শ মুসল্লী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো আরো বক্তব্য রাখেন, হোসাইনিয়া নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. দাবির উদ্দিন, বলাখাল এন এম এন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল হাসান, বলাখাল এন এম এন আলিম মাদ্রাসার সভাপতি জুলফিকার উদ্দিন মজুমদার। এ সময় স্থানীয় কাউন্সিলর, আওয়ামী লীগ, যুবলীগ’সহ এলাকার মুসুল্লিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রফেসর. ডা: মহসিনুল হোসেন মজুমদার বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নামাজের ব্যবস্থা ও একটি বিজ্ঞান ভবন নির্মাণ কর, বলাখালে একটি মাদ্রাসা পরিচালনা করেন, প্রায় ১০ বছর ধরে ৩শ পরিবারকে প্রতিমাসের প্রথম শনিবার নির্দিষ্ট পরিমান চাউল দিয়ে সহযোগিতা করে আসছেন

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়