প্রকাশ : ১৮ জুলাই ২০২২, ২১:৪৪
আলহাজ্ব আঃ হক (রঃ) এর ২৩তম ওফাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
ওরশ এ সৈয়দ মোঃ সৈয়দ শাহ্ (রঃ) ও মরহুম আলহাজ্ব আঃ হক (রঃ) এর ২৩ তম ওফাত বার্ষিকী উপলক্ষে গত ১৮ জুলাই, সকালে চরপাড়া মোহাম্মদীয়া তয়্যবিয়া সুন্নিয়া দাখিল প্রস্তাবিত আলিম মাদ্রাসার মিলনায়তনে ফরিদগঞ্জের জমিনে সুন্নিতর রূপকার, হুজুর কেবলা হাফেজ ক্বারী সয়্যদ মুহাম্মদ তয়্যেব শাহ (রহঃ) এর সুযোগ্য মুরীদ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরপাড়া মোহাম্মদীয়া তয়্যবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, হেফজ খানা ও তয়্যবিয়া সুন্নিয়া জামে মজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শহীদ আলাহাজ্ব আব্দুল হক (রহঃ) এর ২৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওরছ মোবারক, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সভাপত্বি করেন ঢাকা কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সভাপতি ও চর পাড়া মোহাম্মদীয়া তয়্যবিয়া সুন্নিয়া মাদ্রসার
সভাপতি, বিশিষ্ঠ সমাজ সেবক মরহুম আলহাজ্ব আঃ হক (রঃ) পুত্র আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল সাহেব। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ মোশারফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির। সাংগঠনিক সম্পাদক হাসানুরজ্জামান, অর্থ সম্পাদক আব্দুল মুন্নাফ। ফরিদগঞ্জ মিরপুর জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম। চরপাড়া মোহাম্মদীয়া তয়াবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক সুপার আ.ন.ম শাহ্ জালাল। খতমে গাউছিয়া পরিচালনা করেন। মাদ্রাসার সিনিয়র আরবী শিক্ষক ও গাউছিয়া কমিটি উপজেলা শাখার অর্থ সম্পাদক মাওঃ মোঃ জহিরুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ড়ালটা দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম। ফরিদগঞ্জ গাউছিয়া কমিটি উপজেলা শাখার সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মজিবুল হক আনসারী, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মনু ভূঁইয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা গাউছিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান গাজী, সাইফুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য জয়নাল আবদীন কন্ট্রাকটর, মোহাম্মদীয়া তয়াবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার আছিম উদ্দিন মাষ্ট্রার, মিডিয়া সম্পাদক জনাব জাকির হোসেন পাটওয়ারী, আব্দুল মান্নান মাল, মোঃ শহিদুল্লাহ ভূঁইয়া, মাওঃ মোঃ মুনছুর আহমদ, মোঃ আব্দুল রব মাষ্টার প্রমূখ। শহীদ আলহাজ্ব আব্দুল হক (রহঃ) এর র্কমময় জীবনী নিয়ে আলোচনা ও দোয়া পরিচালনা করেন চরপাড়া মোহাম্মদীয়া তয়াবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলা মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।