প্রকাশ : ২৮ মে ২০২২, ২৩:৩২
হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা
হাজীগঞ্জ উপজেলা ও পৌর জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসছে ১১ ই জুন চাঁদপুর জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন সফল ও সার্থক করার লক্ষ্যে শনিবার হাজীগঞ্জ নারগিস ফুড প্যাভিলয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ও পৌর জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিথ ছিলেন।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি খায়রুল আলম পারভেজ এর সভাপ্রধানে ও উপজেলা জাতীয় পার্টির সহ-যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন দুলাল এর সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টি কেন্দ্রীয়় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া।
আলহাজ্ব এমরান হোসেন মিয়া বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হোসেন মুহাম্মদ এরশাদ ছিলেন আপোষহীন, সংগ্রামীনেতা। যার বলিষ্ঠ ভূমিকায় রবিবারে নয়় শুক্রবারে সরকারি বন্ধের ঘোষণা করা হয়েছে। উনার শাসনামলে বাংলাদেশের ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয। ়জাতীয় পার্টি দ্বিতীয় ও তৃতীয় শক্তি নয়, পার্টি হচ্ছে দেশের বৃহত্তর শক্তি। তাই জাতীয় পার্টির সম্মেলনকে সফল ও সার্থক করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রাদেশিক বিষয়ক সম্পাদক হাজিগঞ্জ শাহারাস্তি উপজেলার সন্ময়কারী খোরশেদ আলম খুশু। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা এডভোকেট লতিফ শেখ, আবুল কালাম টুলু, ফেরদাউদ খান, স্বপন দেওয়ান, নান্নু ভূঁইয়া, হান্নান ঢালী, রফিকুল ইসলাম, শাহজাহান মাতাব্বর, গোলামুন নবী লিটন, জাতীয় পেশাজীবি সমাজের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক জে এইচ টিপু, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টিও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহান্মদ হোসেন, পৌর জাতীয় পার্টি সভাপতি মোরশেদ আলম ,সাবেক সদস্য সচিব আলাউদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মির্জা খলিলুর রহমান, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান টিপু, যুবনেতা মোঃ বাবলু, জহির, ইউনিয়ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মনির হোসেন টেলু, মুরাদ আহান্মদ, মোস্তাফিজুর রহমান, আলী আহান্মদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন ,শরীফ হাওলাদার, জাফর মেম্বার , পিন্টু চন্দ্র শীল,ডাঃ সোহেব মজুমদার সহ আরো শথঅধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।